- আজ শুক্রবার
- ৬ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে জিলহজ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩১ মার্চ ২০২১ | ৯:২১ পূর্বাহ্ণ
সিএনজিচালিত অটোরিকশাচাপায় নোয়াখালীতে এক নারী নিহত হয়েছেন।
চৌমুহনী-মাইজদী সড়কের আমেরিকান হাসপাতালের সামনে মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রুমা আক্তার (৫০)। তিনি সোনাইমুড়ী উপজেলার ধন্যপুর গ্রামের মৃত শফি উল্যার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টায় রুমা আক্তার মাইজদী-চৌমুহনী সড়কের আমেরিকান হাসপাতালের সামনে দিয়ে পার হওয়ার সময় চৌমুহনী থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়।
পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সুধারাম মডেল থানার ওসি মো. শাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।