- আজ মঙ্গলবার
- ১০ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ২৪শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৫শে জিলহজ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ আগস্ট ২০২১ | ৫:৫৭ অপরাহ্ণ
তালেবান গত সাত দিনে দেশটির ৩৪টি প্রদেশের ১৮টির বেশিই দখল করে নিয়েছে। এ সময়ের মধ্যে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনিকে কোনো বক্তব্য দিতে দেখা যায়নি। অবশেষে জাতির সামনে ভাষণ দিয়েছেন তিনি।
আল জাজিরার খবরে বলা হয়েছে, আফগান জনগণের উদ্দেশে দেওয়া ভাষণে আশরাফ গনি তালেবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সেনাদের তালেবানের বিরুদ্ধে এক্যবদ্ধ করছেন বলে জানিয়েছেন তিনি।
এক টেলিভিশন ভাষণে আশরাফ গনি বলেন, তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা বাহিনীকে পুনর্গঠন। যুদ্ধ-সংঘাতের কারণে বাস্তহারা হাজার হাজার মানুষকে সহায়তার উপায় খুঁজছেন তিনি।
প্রেসিডেন্ট আশরাফ গনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, অস্থিতিশীলতা, সহিংসতা এবং আমার দেশের জনগণের বাস্তুহারা হয়ে পড়া রোধ করার উপায় খুঁজে বের করা হবে।
তিনি আরও বলেন, আমরা আন্তর্জাতিক অংশীদারদের সবার সঙ্গে বিস্তারিত আলোচনা করছি। খুব শিগগিরই এর ফল জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, আফগানিস্তানের একের পর এক এলাকা তালেবানের দখলে চলে যাচ্ছে। সরকারিবাহিনীর প্রতিরোধ ভেঙে পড়ছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা বলেন, যেকোনো দিন তালেবানের যোদ্ধারা কাবুলে ঢুকে যেতে পারে।