- আজ বৃহস্পতিবার
- ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ১২ই জুন ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৩ই জিলহজ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৯ নভেম্বর ২০২১ | ২:২৮ অপরাহ্ণ
দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আগামীকাল মঙ্গলবার (৩০ নভেম্বর) সমাবেশ রয়েছে বিএনপির। এ উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের সহযোগিতা চায় দলটি। আজ সোমবার (২৯ নভেম্বর) দুপুরে দলের আবেদন নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে যান বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি।
সোমবার (২৯ নভেম্বর) শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি গণমাধ্যমকে বলেন, ‘আগামীকাল আমাদের দলের চেয়ারপারসনের মুক্তি ও তার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে দলের সমাবেশ আছে। সমাবেশ আয়োজনে প্রশাসনিক জটিলতা রয়েছে। আমরা ডিএমপিতে এটা অবহিত করেছি। এখনও এখানে আছি আমি। তাদের সহযোগিতা চেয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমাকে বলা হয়েছে, কিছুক্ষণের মধ্যে তারা জানাবেন। আমরা আশা করছি, আগামীকালের সমাবেশ আমরা আয়োজন করতে পারবো।’