• আজ বৃহস্পতিবার
    • ২রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    আজ জার্মানি ও ফ্রান্স সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ ফেব্রুয়ারি ২০২২ | ৩:৪৮ অপরাহ্ণ

    পৃথক নিরাপত্তা সহযোগিতা বিষয়ক সম্মেলনে যোগ দিতে পশ্চিম ইউরোপীয় দুটি দেশ যথাক্রমে জার্মানি এবং ফ্রান্স সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তিনি ঢাকা ত্যাগ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ তথ্য বাসসকে নিশ্চিত করেছেন।

    তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি জার্মানিতে অনুষ্ঠিতব্য ৫৮তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিবেন।

    মিউনিক নিরাপত্তা সম্মেলন গত চার দশক ধরে আন্তর্জাতিক নিরাপত্তা নীতিবিষয়ক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি স্বাধীন ফোরাম হিসাবে কাজ করছে।

    ড. মোমেন ২১ ফেব্রুয়ারি প্যারিসের উদ্দেশে মিউনিখ ত্যাগ করবেন এবং আগামী ২২ ফেব্রুয়ারি সেখানে অনুষ্ঠিতব্য-প্যাসিফিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী পর্যায়ের ফোরাম বৈঠকে যোগ দিবেন। ইউরোপীয় কাউন্সিলের সভাপতি হিসেবে এই বৈঠকের স্বাগতিক দেশ ফ্রান্স। ইউরোপোল ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক ও নিরাপত্তা নীতি সংক্রান্ত উচ্চপর্যায়ের প্রতিনিধি ছাড়াও এই বৈঠকে যোগ দিতে ৩০টি ইন্দো-প্যাসিফিক দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১