• আজ রবিবার
    • ৮ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৪শে জিলহজ ১৪৪৬ হিজরি

    আজ দুপুরের পর মিলতে পারে সূর্যের দেখা

    গাজীপুর টিভি ডেস্ক | ০৭ ডিসেম্বর ২০২১ | ১:০৭ অপরাহ্ণ

    ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সৃষ্ট লঘুচাপের কারণে দুদিন ধরে রংপুর বিভাগ ছাড়া সব বিভাগেই থেমে থেমে হচ্ছে বৃষ্টি, দেখা নেই সূর্যের। তবে, আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরের পর মেঘ অনেকটা কেটে গিয়ে সূর্যের দেখা মিলতে পারে ঢাকায়। একই সঙ্গে সমুদ্রবন্দরগুলোর ওপর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামতে পারে বলে জানা গেছে।

    আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে ক্রমান্বয়ে গভীর নিম্নচাপ, নিম্নচাপ, সুস্পষ্ট লঘুচাপ ও শেষে লঘুচাপে পরিণত হয়ে বাংলাদেশের ভূ-খণ্ডে প্রবেশ করে। লঘুচাপটিও এরই মধ্যে নিঃশেষ হয়ে গেছে।

    গত দুদিন ধরে রংপুর বিভাগ ছাড়া সব বিভাগেই বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। দুদিন ধরে ঢাকায় দেখা মেলেনি সূর্যের। মঙ্গলবার সকালেও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে ঢাকায়। তবে বেলা বাড়তেই বৃষ্টি কমে গেলেও আকাশ মেঘলা রয়েছে।

    আজ মঙ্গলবার সকালে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘আজকেও কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি থাকতে পারে। আগামী বুধবার (৮ নভেম্বর) থেকে সেখানে উন্নতি হতে পারে। ঢাকার কিছু অংশেও বৃষ্টি থাকবে। তবে দুপুরের পর পরিস্থিতির উন্নতি হওয়া শুরু করতে পারে। দুপুরের পর ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতেও পারে।

    ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ শক্তিক্ষয়ে লঘুচাপে পরিণত হয়ে বাংলাদেশের উপকূলে প্রবেশ করার পর তা গুরুত্বহীন হয়ে গেছে বলেও জানান শহীনুল ইসলাম।

    চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত ও অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত বহাল আছে জানিয়ে তিনি বলেন, ‘দুপুরের দিকে সমুদ্রবন্দরগুলোর ওপর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলা হতে পারে।’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০