- আজ মঙ্গলবার
- ৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৩ মার্চ ২০২২ | ৪:০৩ অপরাহ্ণ
আবারও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছেন জায়েদ খান। গতকাল বুধবার জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করার আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। বিকেলে তিনি শিল্পী সমিতির কার্যালয়ে যান। সেখানে জায়েদ খান জানান, ‘আমি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত অন্য কোনো সংগঠনের স্বার্থবিরোধী কাজ করিনি। অন্য সংগঠনের বিরুদ্ধে কাজ করলে শিল্পীরা আমাকে এতটা ভালোবাসতো না। সমিতিতে তিনবার আমি নির্বাচিত হয়েছি। অন্য কোনো সংগঠনের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। অনেকে ঈর্ষান্বিত হয়ে আমাকে আটকানোর চেষ্টা করছে। কেন ভাই? ভুল হলে আমাকে বলেন।’
জায়েদ আরও বলেন, ‘হেরে তারা আমার নামে যা তা বলেছে। অবৈধভাবে আমার চেয়ার দখল করেছে। একটি মেয়েকে দিয়ে এটাই বলিয়েছেন, আমি তাকে নাকি হোটেলে নিয়ে গেছি। এসব নিয়ে তারা ইউটিউবে বাজে প্রচারণা চালাচ্ছে। আমি একটা শিক্ষিত ছেলে, এ ধরনের বাজে কাজ করতে পারি? তারা প্রমাণ দেখাক, পারবে না।’
জায়েদ আরও বলেন, ‘আমাকে নিয়ে এমন কোনো পরিকল্পনা নেই তারা করেনি। মিথ্যা স্ক্রিনশট দেখিয়েছে। মার্ডার কেসে ফাঁসানোর চেষ্টা করল। আমার বিরুদ্ধে র্যালি করাল। শিল্পী সমিতি দখল করা যায় না। আজ তিনটার সময় ক্ষমতার লোভে তালা দিয়ে সবাইকে ছুটি দিয়েছে। আমার অফিসে আমি ঢুকতে পারলাম না। আমাকে অপেক্ষা করতে হলো। আমি তাদের মতো লোভী না। তাদের মতো ক্ষমতার লোভে আজ তিনটার সময় তালা দিয়ে অফিস বন্ধ করিনি। আর মাঝে আমি দুই দিন সময় পেয়েছিলাম চেয়ারে বসার, কিন্তু বসিনি। কারণ, আমার ভয় নেই। জানতাম চেয়ার আমার হবে।’