- আজ মঙ্গলবার
- ৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৯ জানুয়ারি ২০২২ | ৬:৩৮ অপরাহ্ণ
ইমরুল কায়েসের ২০১৯ সালের বিপিএলে নেতৃত্বেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হয়। ফাইনালে ঢাকা ডায়মাইটসকে হারিয়ে শিরোপা জয় করে তারা।
ওই আসরে শুরুতেই অধিনায়ক ছিলেন না ইমরুল। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ শুরুর ম্যাচগুলোতে টস করতে নেমেছিলেন। কিন্তু ইনজুরির কারণে টুর্নামেন্টের মাঝপথেই নিজ দেশে ফিরে যান স্মিথ। পরে গুরুদায়িত্ব বর্তায় ইমরুলের কাঁধে। সেবার তার অধীনে খেলেছিলেন তামিম ইকবাল।
এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সে নেই পঞ্চপান্ডবের কেউই। তবে আছেন ফাফ ডু প্লেসিস, সুনিল নারিন, মঈন আলির মতো টি-২০ ফরম্যাটের বড় বড় নাম। কিন্তু আগে থেকেই দেশি কোনো ক্রিকেটারকে অধিনায়ক করার ঘোষণা দিয়ে রেখেছিল ফ্র্যাঞ্চাইজিটি। সেই ঘোষণা মতোই ইমরুলকে দায়িত্ব বুঝিয়ে দিলো তারা।
আগামী ২২ জানুয়ারি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।