• আজ বৃহস্পতিবার
    • ২৬শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১০ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১২ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ইসরায়েলি সেনাদের হাতে গুলিবিদ্ধ ফিলিস্তিনি কিশোরের মৃত্যু

    গাজীপুর টিভি ডেস্ক | ২৩ ফেব্রুয়ারি ২০২২ | ৫:০৫ অপরাহ্ণ

    ইহুদিবাদী ইসরায়েলের সেনাদের বিরুদ্ধে এবার অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পশ্চিম তীরে ১৪ বছর বয়সী এক কিশোরকে ‘ঠাণ্ডা মাথায়’ হত্যার অভিযোগ উঠেছে। এ খবর জানিয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা।

    জানা গেছে, ইহুদিবাদী সেনাদের গুলিতে মোহাম্মদ শেহাদে আহত হলে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়ার চেষ্টা চালানো হয়। কিন্তু ইহুদিবাদী সেনারা ওই কিশোরকে আটক করে এবং ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেয়নি। ফলে তার মৃত্যু হয়।

    বিষয়টি ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ঠাণ্ডামাথার হত্যাকাণ্ড বলে উল্লেখ করে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে। গাজা-ভিত্তিক প্রতিরোধ আন্দোলনের নেতারা বলেছেন, ঠাণ্ডা মাথায় এই কিশোরকে হত্যার মধ্যদিয়ে ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসবাদ এবং আগ্রাসনের নমুনা বেরিয়ে এসেছে।

    উল্লেখ্য, ১০ দিন আগে অধিকৃত পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের গুলিতে দুই কিশোর শহীদ হওয়ার পর গতকাল মঙ্গলবার বর্বর ইহুদিবাদীরা আবারো ঠাণ্ডা মাথায় এই হত্যাকাণ্ড ঘটালো।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১