• আজ বুধবার
    • ১৮ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ইয়েমেনে মসজিদ ও মাদ্রাসায় ক্ষেপণাস্ত্র হামলা

    গাজীপুর টিভি ডেস্ক | ০১ নভেম্বর ২০২১ | ১১:৪৫ পূর্বাহ্ণ

    ইয়েমেনের মারিব প্রদেশের একটি মসজিদ ও মাদ্রাসায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৯ জন হতাহতের ঘটনা ঘটেছে।

    জানা গেছে, হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। স্থানীয় সময় সোমবার সে দেশের তথ্যমন্ত্রী এক টুইট বার্তায় বিষয়টি জানান।

    রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রবিবার হামলা চালানো হয়েছে। হামলায় দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ইয়েমেনের মারিব প্রদেশের গভর্নরের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

    সরকারিভাবে বলা হচ্ছে, মসজিদে ক্ষেপণাস্ত্র হামলার পেছনে রয়েছে হুথি বিদ্রোহীরা। তবে এখন পর্যন্ত ইরান সমর্থিত হুথি বাহিনী এ ঘটনার দায় স্বীকার করেনি।

    সাম্প্রতিক মাসগুলোতে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে লড়াই বেড়ে গেছে। জাতিসংঘের তথ্যানুসারে, এ বছরের সেপ্টেম্বরে মারিবে যুদ্ধে প্রায় ১০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ২০১৫ সাল থেকেই যুদ্ধ চলছে ইয়েমেনে।

    জাতিসংঘের তথ্যানুসোর ইয়েমেনে বড় ধরনের মানবিক সঙ্কট দেখা দিয়েছে। সেখানকার মানবিক সঙ্কট বিশ্বের মধ্যে সবচেয়ে প্রকট। সেখানকার ১৬ মিলিয়ন মানুষ খাবারের সঙ্কটে রয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১