• আজ রবিবার
    • ৮ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলহজ ১৪৪৬ হিজরি

    ঈদের নাটক ‘যুগের হুজুগে’

    | ২০ জুলাই ২০২১ | ১০:০৪ পূর্বাহ্ণ

    প্রতিবারের মতো এবারও ঈদের নাটক নির্মাণ করেছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। প্রতিবছর দুই ঈদে দুটি নাটক নির্মাণ করেন তিনি। বরাবরের মতো এবারও তিনি নির্মাণ করেছেন পারিবারিক গল্পে সামাজিক বক্তব্যনির্ভর নাটক। নাটকের ছন্দময় নাম ‘যুগের হুজুগে’।

    নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। ফাগুন অডিও ভিশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হানিফ সংকেতের নাটক দেখার জন্য দর্শকদের বাড়তি আকর্ষণ থাকে। কারণ, আজকালকার নায়ক-নায়িকানির্ভর নাটকের ভিড়ে হানিফ সংকেতের নাটক পরিবারকেন্দ্রিক হয় বলে সব শ্রেণি–পেশার দর্শকদের কাছে তা গ্রহণযোগ্য হয়। একটি পরিবারের বাবা-মা, ছেলে-ছেলের বউ ও তাদের সন্তানকে নিয়ে গড়ে উঠেছে নাটকের গল্প।

    আজকাল প্রযুক্তির অপব্যবহারের প্রভাবে পারিবারিক দ্বন্দ্ব, বাবা-মায়ের সঙ্গে সন্তানদের সম্পর্ক, পরিবারের সদস্যদের মধ্যে আবেগ-অনুভূতি-সম্মানবোধের অভাব লক্ষ করা যায়। বিশেষ করে মোবাইলে পাওয়া বিভিন্ন সুবিধার সার্বক্ষণিক ব্যবহারে পরিবারের সদস্যদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে নির্মাণ করা হয়েছে এবারের নাটক।

    হানিফ সংকেত বলেন, ‘আমি নিয়মিত নাটক করি না। বছরে দুটি নাটক নির্মাণ করি। তাই এমনভাবে নাটক নির্মাণের চেষ্টা করি, যাতে পরিবারের সবাই মিলে দেখতে পারেন। নাটকের গল্পের মাধ্যমেও সমাজের ক্ষতগুলোকে তুলে ধরতে চেষ্টা করি।’

    নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, মীর সাব্বির, সারিকা সাবরিন, সুভাশিষ ভৌমিক, শামীম, সিমরিন লুবাবা, নজরুল ইসলাম, বিনয় ভদ্রসহ আরও অনেকে।

    নাটকটি প্রচারিত হবে ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০