- আজ মঙ্গলবার
- ১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১লা সফর ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২১ জুন ২০২২ | ১:০৭ অপরাহ্ণ
ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৪ জুন থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে। আজ সোমবার রাজধানীর গাবতলীতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত হয়।
সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু রায়হান। জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আগামী ১০ জুলাই ঈদুল আজহা উদযাপন হবে।
আবু রায়হান বলেন, ওই দিন সকাল থেকে গাবতলী, কল্যাণপুর ও শ্যামলীতে আগাম টিকিট বিক্রি শুরু হবে। ঈদের আগের যে কোনো দিনের টিকিট কেনা যাবে।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাকেশ ঘোষ জানান, সভায় সরকারনির্ধারিত ভাড়ার অতিরিক্ত দামে টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত হয়েছে।