• আজ রবিবার
    • ৮ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলহজ ১৪৪৬ হিজরি

    একদিনের মধ্যেই অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করা সম্ভব: বিটিআরসি

    গাজীপুর টিভি ডেস্ক | ১৮ সেপ্টেম্বর ২০২১ | ৮:৪৫ পূর্বাহ্ণ

    তথ্য মন্ত্রণালয় থেকে অনিবন্ধিত নিউজ পোর্টালের তালিকা পেলে, একদিনেই বন্ধ করা সম্ভব। এ কথা জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান। তবে, তথ্যমন্ত্রী বলছেন, নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। তাই যাচাই-বাছাই ছাড়া একসাথে সব বন্ধ করা কতোটুকু সমীচীন হবে, সেই ভাবনা আদালতের কাছে উপস্থাপন করা হবে।

    অনিবন্ধিত নিউজ পোর্টালের দৌরাত্মের বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। এসব পোর্টাল বন্ধে ১৪ সেপ্টেম্বর বিটিআরসি ও প্রেস কাউন্সিলকে নির্দেশও দিয়েছেন হাইকোর্ট।

    বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, তথ্য মন্ত্রণালয়ের কাছে তালিকা চাওয়া হয়েছে। তা পেলে একদিনের মধ্যেই অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করা সম্ভব।

    তবে, যাচাই-বাছাই ছাড়া সাত দিনের মধ্যে অনিবন্ধিত সব নিউজ পোর্টাল বন্ধ করা ঠিক হবে কিনা সেটি ভাবনার অবকাশ আছে বলে মনে করেন, তথ্যমন্ত্রী।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০