• আজ রবিবার
    • ৮ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলহজ ১৪৪৬ হিজরি

    ওমিক্রন ভ্যারিয়েন্টের ঝুঁকি এখনও ‘খুব বেশি’: ডব্লিউএইচও

    গাজীপুর টিভি ডেস্ক | ২৯ ডিসেম্বর ২০২১ | ৭:৪০ অপরাহ্ণ

    করোনাভাইরাসের অধিক সংক্রমণ ক্ষমতাসম্পন্ন ওমিক্রন ভ্যারিয়েন্টের ঝুঁকি এখনও ‘খুব বেশি’। এই স্ট্রেইনের প্রভাবে সম্প্রতি বিভিন্ন দেশে সংক্রমণ বেড়ে গেছে। এতে করে স্বাস্থ্য ব্যবস্থায় বাড়তি চাপ পড়তে পারে। গত সপ্তাহে দুনিয়াজুড়ে করোনা সংক্রমণ ১১ শতাংশ বাড়ার পর বুধবার এমন সতর্কবার্তা উচ্চারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

    ডব্লিউএইচও-এর মহামারি সংক্রান্ত সাপ্তাহিক হালনাগাদে বলা হয়েছে, আগে যেসব দেশে ডেল্টা ভ্যারিয়েন্টের আধিপত্য দেখা গেছে সেগুলোসহ বিভিন্ন দেশে এখন দ্রুত ওমিক্রন ভ্যারিয়েন্ট বিস্তার লাভ করছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো দেশগুলোও রয়েছে।

    বেশকিছু গবেষণায় প্রমাণ মিলেছে, ওমিক্রন দুই থেকে তিন দিনের মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে দ্বিগুণ গতিতে বৃদ্ধি পায়।

    এদিকে ওমিক্রনের সুবাদে আগামী কয়েক দিনের মধ্যেই ভারতে করোনার নতুন ঢেউ শুরু হতে পারে বলে সতর্ক করেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল কাট্টুমান। একইসঙ্গে অবশ্য আশার কথাও শুনিয়েছেন তিনি। তার মতে, অতিমারির আরেকটি ঢেউ আসলেও সেটি দীর্ঘস্থায়ী হবে না।

    কোভিড ইন্ডিয়া ট্র্যাকার তৈরি করেছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। ভারতে করোনা সংক্রমণের ওপরে নজর রাখছেন সেখানকার সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। অধ্যাপক পল কাট্টুমানের মতে, “আর কয়েক দিন, বড় জোর কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করবে। দৈনিক বহু মানুষ আক্রান্ত হবেন।”

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০