- আজ বুধবার
- ২৫শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৯ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১১ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০২ জুন ২০২৫ | ৫:২০ অপরাহ্ণ
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়ম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমে ১ হাজার ৪৩১ টাকা থেকে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার(২ জুন) সন্ধ্যা থেকেই এই নতুন মূল্য কার্যকর হবে।
পাশাপাশি, কমেছে অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ১ টাকা ২৭ পয়সা কমিয়ে ৬৫ টাকা ৫৭ পয়সা থেকে ৬৪ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে মে মাসে প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা এবং অটোগ্যাসের মূল্য ৬৫ টাকা ৫৭ পয়সা নির্ধারণ করা হয়েছিল।