- আজ মঙ্গলবার
- ১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১লা সফর ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৫ জানুয়ারি ২০২২ | ৫:৩১ অপরাহ্ণ
নতুন বছরের শুরুটা মোটেও ভালো হয়নি লিওনেল মেসির। বছরের প্রথম দিনই করোনাভাইরাসে আক্রান্তের দুঃসংবাদ পেয়েছিলেন তিনি। তবে তিনদিন যেতেই হাসিমুখ আর্জেন্টাইন এই তারকার। করোনামুক্ত হলেন মেসি।
রবিবার (২ জানুয়ারি) কোভিড-১৯ টেস্টে পজিটিভ শনাক্ত হন আর্জেন্টাইন সুপারস্টার। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে (বাংলাদেশ সময় বুধবার সকাল) কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট পেয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য সান।
নেগেটিভ রিপোর্ট পেয়ে আর দেরি করেননি তিনি। পরিবার নিয়ে ব্যক্তিগত বিমানে করে আর্জেন্টিনা থেকে ফ্রান্সের উদ্দেশে উড়াল দিয়েছেন।
বর্তমান ঠিকানা প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) রিপোর্ট করতে আর্জেন্টিনা থেকে রওয়ানা হয়েছেন মেসি। আর্জেন্টিনা গণমাধ্যম জানাচ্ছে, মেসি মঙ্গলবার রাতে রোজারিও বিমানবন্দর থেকে স্ত্রী অ্যান্তোনেলা রোকুজ্জো ও তিন ছেলে থিয়াগো, মাতেও ও সিরোকে নিয়ে একটি ব্যক্তিগত বিমানে উঠেন।