- আজ বুধবার
- ১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২রা সফর ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৬ জুন ২০২২ | ১২:৫৪ অপরাহ্ণ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, শনিবার কোভিড পজিটিভ হওয়ার পর বিকালে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
বিএনপির মিডিয়া টিমের সদস্য শায়রুল কবির খান জানান, তিনি ডাক্তার রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে আছেন।
উল্লেখ এবছর ১১ জানুয়ারিতেও কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন মির্জা ফখরুল।
শায়রুল কবির জানান, মির্জা ফখরুল ভ্যাকসিনের বুস্টার ডোজও নিয়েছেন। তিনি মির্জা ফখরুলের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।