• আজ বৃহস্পতিবার
    • ৫ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৯শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে জিলহজ ১৪৪৬ হিজরি

    করোনায় একদিনে আরও ১৯৭ জনের মৃত্যু

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ আগস্ট ২০২১ | ৭:৪২ অপরাহ্ণ

    দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৯৭ জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৬৫ জন। এতে করে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৮১০ জন এবং মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জন।

    শুক্রবার (১৩ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার দেশে মৃত্যু হয়েছিল ২১৫ জনের এবং শনাক্তের সংখ্যা ছিল ১০ হাজার ১২৬ জন।

    স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪১ হাজার ৭৫১ জনের। পরীক্ষা করা হয়েছে ৪০ হাজার ৬৪১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ৮৩ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৩ লাখ ৪২ হাজার ১৯০টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৫ শতাংশ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০