- আজ বুধবার
- ১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২রা সফর ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৩ এপ্রিল ২০২১ | ৮:২৪ পূর্বাহ্ণ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করে দেওয়ার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। সোমবার (১২ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজ’ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
ডা. জাফরুল্লাহ বলেন, ‘খালেদা জিয়ার করোনা ধরা পড়েছে, এখন যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে, তাকে মুক্ত করে দিন। যাতে উনি খোলা মনে চিকিৎসা নিতে পারেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘তাঁর (প্রধানমন্ত্রীর) উচিত হবে মানুষের প্রতি উদার হওয়া, সহানুভূতিশীল হওয়া। এই ছাত্ররা আমাদের দেশ সৃষ্টি করেছে, তাদের মুক্তি দেওয়া। মাননীয় প্রধানমন্ত্রী আপনার অনুগত গোয়েন্দা বাহিনী ও ইসরায়েলের মোসায়েদের কথা শুনে শক্ত হওয়ার চেষ্টা করবেন না। জনগণের কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান, ক্ষমা চেয়ে এই ছেলেগুলোকে মুক্ত করে দেন। আমরা আপনার পাশেই থাকবো। আর কেউ না থাকুক রাস্তায় আমি একা দাঁড়িয়ে আপনার পক্ষে কথা বলার চেষ্টা করবো।’