- আজ বুধবার
- ১৮ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৩ ডিসেম্বর ২০২১ | ৫:৪৩ অপরাহ্ণ
আফগানিস্তানের রাজধানী কাবুলের পাসপোর্ট অফিসের গেটের কাছে এক আত্মঘাতী হামলাকারীকে হত্যা করা হয়েছে। তালেবান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, আজ বৃহস্পতিবার পাসপোর্ট অফিস এলাকায় প্রবেশের আগেই হামলাকারীকে হত্যা করা হয়। এসময় বিস্ফোরণে আরও কয়েক জন আহত হয়েছেন।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, হামলাকারী পাসপোর্ট অফিস প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করলে তাকে নিরাপত্তা রক্ষীরা গুলি চালিয়ে হত্যা করে।
ঘটনার সময়ে উপস্থিত থাকা এক তালেবান সদস্য ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এই ঘটনায় কয়েক জন আহত হয়েছে। বিস্ফোরণের পরই আশেপাশের ভবন ও সড়ক ঘিরে ফেলে তালেবানের নিরাপত্তা বাহিনী।
গত কয়েক দিনে আফগান পাসপোর্ট অফিস লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে বহু মানুষ। কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর ভ্রমণ নথি সরবরাহ ফের শুরু হলে পাসপোর্ট অফিসে ব্যাপক ভিড় হয়। আর তা থেকে ক্ষোভের কারণে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার দিনটি তালেবান সদস্যদের ভ্রমণ নথি বিতরণের জন্য নির্ধারণ করা ছিল। এদিন তাদের পাসপোর্ট অফিসে গিয়ে এসব নথি সংগ্রহ করতে বলা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |