- আজ মঙ্গলবার
- ২৪শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১১ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২২ জুন ২০২২ | ৩:৪৬ অপরাহ্ণ
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় ইউনুস শেখ (৪৫) নামে এক সমবায় কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বুধবার (২২ জুন) সকাল ১০টায় বরিশাল-ঢাকা মহাসড়কের পাংশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ইউনুস শেখ বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের মগড়পাড়া এলাকার বাসিন্দা। তিনি মুলাদী উপজেলায় সমবায় কার্যালয়ে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, সকালে মোটরসাইকেলে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন ইউনুস শেখ। বরিশাল-ঢাকা মহাসড়কের পাংশা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে কাভার্ডভ্যান ফেলে পালিয়ে যায় চালক।
ওসি আরও জানান, লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যান জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় চালককে অভিযুক্ত করে মামলার প্রস্তুতি চলছে।