- আজ সোমবার
- ১৬ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৩০শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ
- ২রা মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৪ জুন ২০২৪ | ৬:৩৭ অপরাহ্ণ
গাজীপুরের কালিয়াকৈরে বজ্রপাতে এক গৃহবধূ ও এক গরুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) সকালে উপজেলার চাপাইর ইউনিয়নের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হলেন- কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের নামাশুলাই এলাকার নুর মোহাম্মদের স্ত্রী আসমা বেগম (৪৫)।
এলাকাবাসী ও নিহত পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে মুশলধারে বৃষ্টি শুরু হয়। এসময় ওই গৃহবধু আসমা তাদের ঘরের ভিতরে বসে ছিলেন। কিন্তু হঠাৎ বজ্রপাতে পাশে ঘরে থাকা একটি গরু মাটিতে লুটিয়ে পড়ে। এসময় ওই গৃহবধূ দৌড়ে সেটাকে দেখতে গেলে তিনিও মাটিতে লুটিয়ে পড়েন। ওই গরুটি ঘটনাস্থলেই মারা গেলেও গৃহবধূ আসমাকে উদ্ধার করে এলাকাবাসী। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মোঃ মোফাক্ষর হোসেন বিষয়টি নিশ্চিত জানান, বিকেল নিহতের নামাজে জানাযা শেষে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পূর্ণ করা হবে।