• আজ মঙ্গলবার
    • ১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২রা সফর ১৪৪৭ হিজরি

    কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ মার্চ ২০২২ | ৪:৩৪ অপরাহ্ণ

    টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহিন মিয়া (৩০) নামে এক চালক নিহত হয়েছেন। রবিবার (১৩ মার্চ) সকালে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গোহালিয়াবাড়ী ইউনিয়নের জোকারচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    শাহিন বগুড়ার শেরপুর উপজেলার মাগুরবাড়ী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। এ ঘটনায় আরেক ট্রাকচালক রফিকুল ইসলাম আহত হয়েছেন। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

    বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, সিমেন্টভর্তি একটি ট্রাক বগুড়ার শেরপুরের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি জোকারচর পৌঁছালে টাঙ্গাইলগামী বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। পরে আরেকটি কাভার্ডভ্যান এসে দুই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে শাহিন মিয়া মারা যান।

    ঘটনার পর কিছু সময় যানজট ছিল। পরে দুর্ঘটনাকবলিত ট্রাকগুলো সরিয়ে নিলে মহাসড়ক স্বাভাবিক হয় বলে জানান ওসি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১