• আজ মঙ্গলবার
    • ১৭ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১লা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা মহর্‌রম ১৪৪৭ হিজরি

    কালীগঞ্জে বাবার কুঠারের কূপে ঘুমন্ত ছেলে খুন

    কালীগঞ্জে বাবার কুঠারের কূপে ঘুমন্ত ছেলে খুন

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ এপ্রিল ২০২৪ | ৯:২৩ অপরাহ্ণ

    গাজীপুরের কালীগঞ্জে জামালপুর এলাকায় কাউসার হাবিব (২২) নামের এক ঘুমন্ত ছেলেকে তার বাবা আব্দুর রশীদ বাগমার (৭৫) কুঠারে কুপিয়ে হত্যা করার খবর পাওয়া গেছে।

    বুধবার (৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মাহাতাব উদ্দিন। ওসি জানান, ঘটনার পর পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই ঘটনা নিহতের পিতাকে পুলিশ গ্রেফতার করেছে।

    এছাড়া নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কাউসার মাদকাসক্ত ছিল। প্রায়ই মাদকের টাকার জন্য তার মা- বাবার সাথে ঝগড়া ও ভাংচুর করতো। গতকাল রাতে ও সে নেশার টাকার জন্য ঝগরা করে। ভোরে কাউসারকে তার বাবা কুঠার দিয়ে কুপিয়ে খুন করে পুলিশের হাতে আত্মসমর্পণ করে।

    নিহত কাউসারের ভাই আশরাফুল বলেন, কাউসার সারারাত বাড়ির বাইরে থাকতো ও মাদক সেবন করতো। মাদকের জন্য প্রায়ই মায়ের কাছ থেকে টাকা চাইত। মা টাকা না দিলে ভাংচুর করতো ও মাকে মারধরও করতো। গতকাল রাতে বাড়িতে এসে মাকে টাকার জন্য গালিগালাজ করে ও মেরে বাড়ি থেকে বের করে দেয়। পরে মা কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে চলে যায়। এ ঘটনায় বাবা ক্ষোভের বশে কুঠারে কুপিয়ে কাউসারকে হত্যা করে।

    নিহতের কাউসারের মা মোসলেমা বেগম বলেন, কাউসার মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রায়ই বাড়িতে ঝগড়া বিবাদ ও ভাংচুর করতো। মাদকের টাকার জন্য জমি বিক্রি করতে তার বাবাকে প্রায়ই চাপ দিয়ে আসছিল। গতকার রাতে নেশার টাকার জন্য ২ কাঠা জমি বিক্রি করে টাকা দাবী করে। টাকা দিতে রাজি না হলে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় তার বাবা ভোরে ঘুমন্ত অবস্থায় কুঠার দিয়ে কুপিয়ে খুন করে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১