- আজ রবিবার
- ২২শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৮ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৫ অক্টোবর ২০২১ | ১০:৩৮ পূর্বাহ্ণ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে বিয়ের প্রলোভন দেখিয়ে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে ধর্ষণের শিকার ওই ছাত্রী।
অভিযোগে থেকে জানা গেছে, ওই ছাত্রীর সঙ্গে একই ইউনিয়নের দক্ষিণ সোনাইকাজি গ্রামের খোশবর আলীর ছেলে ফরহাদ মিয়া চাঁদের (২০) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্ক চলাকালীন ফরহাদ মিয়া বিয়ের প্রলোভনে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে।সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর রাতে ওই ছাত্রীর মা বাড়িতে না থাকার সুযোগে ফরহাদ তার ঘরে ঢুকে। এ সময় দুজনের মধ্যে বাকবিতণ্ডা হওয়ায় আশেপাশের লোকজন শুনতে পেয়ে এগিয়ে আসে। লোকজন ফরহাদকে ওই ছাত্রীর ঘরে আটক করে রাখে। ফরহাদ আটক হওয়ার খবরে তার পরিবারের লোকজন এসে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তাকে ছিনিয়ে নিয়ে যায়।গত রোববার ওই ছাত্রী নিজে বাদী হয়ে ফুলবাড়ী থানায় অভিযোগ দায়ের করে।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |