- আজ রবিবার
- ৮ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৩শে জিলহজ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১১ আগস্ট ২০২১ | ৬:৪০ অপরাহ্ণ
আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরে যাওয়ার পর থেকেই সেখানে আবারও শুরু হয়েছে তালেবানের তাণ্ডব। নতুন করে সৃষ্টি হয়েছে অরাজকতা। প্রতিদিন প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষ। ঘরছাড়া হচ্ছেন বহু মানুষ।
এমন অবস্থায় এক টুইট বার্তায় বিশ্বনেতাদের উদ্দেশ্যে আকুতি জানিয়েছেন আফগানিস্তানের ক্রিকেট লিজেন্ড রশিদ খান।
টুইট বার্তায় রশিদ খান বলেন, ‘প্রিয় বিশ্বনেতারা, আমার দেশ এ মুহূর্তে চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। প্রতিদিন নারী ও শিশুসহ অসংখ্য নিরীহ মানুষ শহীদ হচ্ছেন। ঘরবাড়ি ও সম্পত্তি ধ্বংস করা হচ্ছে। হাজার হাজার পরিবার ঘরছাড়া হচ্ছে। আমাদের এমন বিশৃঙ্খলার মধ্যে ফেলে রাখবেন না। আফগানদের হত্যা ও আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ করুন। আমরা শান্তি চাই।’
আফগানিস্তানের পশ্চিম প্রান্তের গ্রামাঞ্চলগুলোর পুরোটাই তালেবানদের দখলে চলে গেছে। কার্যত উদ্বাস্তু হয়ে মানুষ কাবুলে এসে ভিড় জমাচ্ছেন। রাস্তায়, পার্কে কোনো রকমে মাথা গোঁজার ঠাঁই খুঁজে নিচ্ছেন।