- আজ মঙ্গলবার
- ১৭ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১লা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৫ আগস্ট ২০২১ | ১২:০৩ অপরাহ্ণ
১৯৭৫ সালের ১৫ আগস্ট, এই দিনে ঘাতকের বুলেট বৃষ্টিতে ক্ষত বিক্ষত বঙ্গবন্ধু ও তার পরিবার।
দেশ হারিয়েছিলো প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার ক্রীড়া মনস্ক পরিবারের সদস্যদের।
সমাজ, রাজনীতি, সংস্কৃতির মত খেলার মাঠেও তৈরি হয়েছিলো শূণ্যতা। সেই সঙ্গে কোটি স্বপ্নের অপমৃত্যু। ক্রিকেট, ফুটবল, হকি, অ্যাথলেটিক্স, বঙ্গবন্ধু পরিবারের কোমল স্পর্শ কোথায় পড়েনি?
একজন পরিপূর্ণ ক্রীড়ামনস্ক ব্যক্তিত্ব জাতির পিতা শেখ মুজিবুর রহমান। এই রাষ্ট্রনায়ক নিজেও খেলেছেন ক্লাবের হয়ে। ১৯৩৭ সালে গোপালগঞ্জে বঙ্গবন্ধু নিজ উদ্যোগে গড়েছিলেন মিশন স্কুল ফুটবল ও ভলিবল দল। ১৯৭২ সালে গঠন করেন বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড যা বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
শেখ মুজিব প্রতিষ্ঠা করে গেছেন বাংলাদেশ ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা। যা এখন জাতীয় ক্রীড়া পরিষদ নামে পরিচিত। এমনকি ফুটবল ফেডারেশনের পথচলাও শুরু তার সময়েই।
বঙ্গবন্ধু পুত্র শেখ কামাল যিনি পরিচিত ছিলেন দক্ষ সংগঠক হিসেবে। তাকে বলা হয় বাংলার আধুনিক ফুটবলের প্রবর্তক। গড়ে তুলেছিলেন আবাহনী ক্রীড়া চক্র। ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ ক্রীড়াঙ্গনের প্রতিক্ষেত্রে ছিলো তার আগ্রহ।
নিয়তির নির্মমতা; হিংস্র কালো থাবায় প্রাণগুলো কেড়ে নিলেও দেশের ক্রীড়াপ্রেমী মানুষের মণিকোঠায় আজও বঙ্গবন্ধু ও তার পরিবার।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |