• আজ বৃহস্পতিবার
    • ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১২ই জুন ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৩ই জিলহজ ১৪৪৬ হিজরি

    খালেদা জিয়ার কী হয়েছে তাতে বাংলার মানুষের কিছু আসে যায় না: নৌ পরিবহন প্রতিমন্ত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ৩০ নভেম্বর ২০২১ | ৬:০৭ অপরাহ্ণ

    নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার কী হয়েছে কী হয়নি, বাংলার মানুষের কিছু যায় আসে না। তিনি কোথায় কীভাবে আছেন তা নিয়ে ১৬ কোটি মানুষের মাথা ব্যথার কিছু নেই।

    আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে ভোলার চরফ্যাশনে বেতুয়া নদীবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন কী নেই দেশের মানুষ সেটা ভাবতে চায় না। কারণ খালেদা জিয়া একটা অভিশপ্ত নাম, অন্ধকারের নাম। কারণ জিয়া পরিবার একটি খুনি পরিবার। তারা জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। আওয়ামী লীগের লাখ লাখ কর্মীকে জিয়া পরিবার হত্যা করেছে। তাই খালেদা জিয়ার কী হয়েছে কী হয়নি, বাংলার মানুষের কিছু যায় আসে না।

    তিনি আরও বলেন, আমরা ১০ হাজার মিটার নৌপথ তৈরি করার সংকল্প নিয়ে যাত্রা শুরু করেছি। আজকে ২৭শ’ নৌপথ তৈরি করেছি। যেসব নৌপথ যোগাযোগের সমস্যা তৈরি করছে সেগুলোকে আমরা ডেজিংয়ে মাধ্যমে সম্পাদনের চেষ্টা করছি। ইতোমধ্যে বিআইডব্লিউটিএ ৪০টি ড্রেজার সংগ্রহ করেছে। আরও ৩৫টি ড্রেজার সংগ্রহ করার প্রক্রিয়ায় আছে। এগুলো দিয়ে কাজ করলে নৌ-পথে আর নাব্যতা থাকবে না।

    চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন আখনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।

    আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চরফ্যাশন পৌরসভা মেয়র মো. মোরশেদ প্রমুখ।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০