- আজ মঙ্গলবার
- ১০ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ২৪শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৫শে জিলহজ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ আগস্ট ২০২১ | ৪:২৭ অপরাহ্ণ
বিএনপি যাকে দেশনেত্রী বলেন তাঁর জন্মদিন ছয়টি এর চেয়েও বড় তামাশা আর কিছু নয়, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার সকালে বিএসএমএমইউতে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বিএনপি মহাসচিবের কাছে জানতে চান, আপনারা কর্মসূচি পরিবর্তন করেছেন। কিন্তু বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিনের কর্মসূচি তো রয়েই গেল। এর শেষ কোথায়?
তিনি আরও বলেন, আওয়ামী লীগ উদার গণতন্ত্র এবং রাজনীতিতে বিশ্বাসী বলে এত রক্তঘাতের পরও এদেশে আপনারা রাজনীতি করার সুযোগ পাচ্ছেন। পৃথিবীর রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতম হত্যাকাণ্ড ১৫ আগস্ট। রক্তাক্ত বিশ্বাসঘাতকতার কালিমালিপ্ত অধ্যায় ৭৫-এর ১৫ আগস্ট।
বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকারী প্রতিক্রিয়াশীল শক্তি এখনও সক্রিয় বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।