- আজ বৃহস্পতিবার
- ২রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০২ মার্চ ২০২২ | ৩:২২ অপরাহ্ণ
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন দখলের নেওয়ার দাবি করেছে। বুধবার হামলার সপ্তম দিনে এই দাবি করলো রুশ বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
রাশিয়ার দাবি সত্য হলে চলমান অভিযানে এখন পর্যন্ত ইউক্রেনে রুশ বাহিনীর দখল করা বৃহত্তম শহর এটি। প্রায় তিন লাখ মানুষের শহর খেরসন। এটি মিকোলাইভ এবং নিউ কাখোবকা শহরের মধ্যে অবস্থিত।
এর আগে বিবিসি জানিয়েছিল, মঙ্গলবার দিবাগত রাতে খেরসনের শহরে রুশ সেনাদের অবস্থানের কথা।
শহরটির মেয়র বলেছিলেন, খেরসনের রেল স্টেশন ও বন্দর রুখ বাহিনী দখল করেছে। তিনি জানান, ইউক্রেনীয় সেনা এবং বেসামরিকসহ বহু মানুষ নিহত হয়েছে। সরকারি কর্মকর্তারা মানুষের শহর ত্যাগ কিংবা আশ্রয় নেওয়া নিশ্চিত করার চেষ্টা করছেন।