- আজ শনিবার
- ৭ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে জিলহজ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৯ ডিসেম্বর ২০২১ | ৫:২৮ অপরাহ্ণ
গাজীপুরের কোনাবাড়ী থেকে মো. রুবেল (২২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার (১৮ ডিসেম্বর) রাতে কোনাবাড়ী থানাধীন নছের মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রুবেল কক্সবাজার উখিয়া ট্রানজিট ক্যাম্পের বাসিন্দা ও মৃত আব্দুর রহমানের ছেলে।
জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান, আটক রুবেলকে চাকরির প্রলোভনে ক্যাম্প থেকে এনে ছেড়ে দেয়। পরে ট্রেনে করে গাজীপুরের জয়দেবপুরে নামে। ওখান থেকে ট্রেনের লাইনে হাঁটতে হাঁটতে নছের মার্কেট এলাকায় পৌঁছান। কথায় সন্দেহ হলে এলাকাবাসী তাকে আটক রেখে পুলিশে দেয়।
তাকে কক্সবাজার বোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে বলে জানান ওসি।