• আজ মঙ্গলবার
    • ১০ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৪শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৫শে জিলহজ ১৪৪৬ হিজরি

    গাজীপুরে ডিবি পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা

    গাজীপুর টিভি ডেস্ক | ০১ আগস্ট ২০২১ | ৮:৪৯ পূর্বাহ্ণ

    গাজীপুরে ডিবি পুলিশের টহল গাড়িতে ডাকাতির চেষ্টাকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার রাতে জেলার কালীগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুইটি রাম দা উদ্ধার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের আব্দুল লতিফের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক ওরফে বক্কর (২৪), নরসিংদী মাধবদী মৃত নোয়াব আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (২৩) ও একই এলাকার মো. শফিউদ্দিনের ছেলে মো. আশিক মিয়া (২৭)।

    গাজীপুর গোয়েন্দা পুলিশের এসআই মো. শহিদুল ইসলাম মোল্লা জানান, শুক্রবার রাতে ডিবি পুলিশের একটি টিম মাইক্রোবাসে করে কালীগঞ্জে মাদক উদ্ধার অভিযানে যায়। রাত সোয়া দুইটার দিকে গোলাবাড়ী গ্রামের দারুল উলুম ইসলামীয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা রোডের মাথায় টঙ্গী-ঘোড়াশাল সড়কে পৌঁছলে ১০/১২ জনের একদল ডাকাত পিস্তল উঁচু করে ডাকাতির উদ্দেশ্যে মাইক্রোবাসটিকে থামার সিগন্যাল দেয়। মাইক্রোবাস থেকে নামার পর ডাকাত দলের সদস্যরা ডিবি পুলিশ দেখে চিনতে পেরে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে পিছু ধাওয়া করে ওই তিন ডাকাতকে একটি পিস্তল ও দুটি রামদাসহ আটক করা হয়।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০