- আজ মঙ্গলবার
- ১০ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ২৪শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৫শে জিলহজ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০১ আগস্ট ২০২১ | ৮:৪৬ পূর্বাহ্ণ
গাজীপুর মহানগরীতে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নিধন এবং পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার দুপুরে কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, সিটি করপোরেশন ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে আগাম ব্যবস্থা গ্রহণ করেছে। এ জন্য পোল্যান্ড থেকে ৩০০ টন ওষুধ আমদানি করা হয়েছে। ৩০০ ফগার মেশিনের সাহায্যে নগরী ৫৭টি ওয়ার্ডে প্রতিটি পাড়া মহল্লায় ওষুধ ছিটানো হবে। কোনোভাবেই ডেঙ্গু মশা যাতে মানুষের ক্ষতি করতে না পারে সে জন্য কার্যক্রম আনুষ্ঠানিক শুরু করা হলো।
পরে সিটি করপোরেশনের টঙ্গী বাজার এলাকা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে জয়দেবপুর শহর পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধনে ওষুধ ছিটানোর নেতৃত্ব দেন মেয়র জাহাঙ্গীর আলম।