- আজ বৃহস্পতিবার
- ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ১২ই জুন ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৩ই জিলহজ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০১ এপ্রিল ২০২১ | ৯:৫৪ পূর্বাহ্ণ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বিয়েবাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে হয়।
উক্ত সংঘর্ষে দুই যুবক নিহত সহ বেশ কয়েকজন আহত হয়েছে ।
নিহতরা হলেন- সাইফুল (২০) দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের হাবিবের ছেলে ও একই এলাকার রেনু মিয়ার ছেলে ফাহিম (১৯)।
এ ঘটনায় আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দেবিদ্বার থানার ওসি মো. আরিফুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে ।