- আজ সোমবার
- ১৬ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৩০শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ
- ২রা মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০২ আগস্ট ২০২১ | ৮:৪৩ পূর্বাহ্ণ
সৌদি আরবে একটি গুহা থেকে অসংখ্য প্রাণী ও মানুষের হাড়গোড় উদ্ধার করেছেন বিজ্ঞানীরা।
এসব হাড়গোড় প্রায় সাত হাজার বছর ধরে সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত হায়েরারার ওই গুহায় জড়ো করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আল আরাবিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
জানা যায়, গুহাটি মূলত একটি প্রাকৃতিক সুরঙ্গ। একসময় সেখান দিয়ে লাভা প্রবাহিত হতো।
সৌদি আরবের উম্ম জিরসানের মতো এলাকায় যেখানে সহজেই হাড়গোড় নষ্ট হয়ে যায়, সেখানে কীভাবে এগুলো টিকে আছে তা নতুন এক বিস্ময়ের সৃষ্টি করেছে। এই আবিষ্কার গবেষণার নতুন দিগন্ত খুলে দিয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।