- আজ বৃহস্পতিবার
- ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ১২ই জুন ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৩ই জিলহজ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৭ ডিসেম্বর ২০২১ | ২:২৮ অপরাহ্ণ
গোপালগঞ্জে এক ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রীকে গলায় মাফলার পেচিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম রোজিনা বেগম (৩২)।
রবিবার রাতে গোপালগঞ্জ শহরের পূর্ব মিয়াপাড়া রোডের রেজাউল শেখের ভাড়া বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার পর স্বামী রুবেল সিকদার পলাতক রয়েছেন।
হত্যাকাণ্ডের শিকার রোজিনা বেগম সদর উপজেলার পাইকেরডাঙ্গা গ্রামের কালাম মোল্যার মেয়ে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
রোজিনার মামাতো বোনের মেয়ে প্রত্যক্ষদর্শী স্বর্ণা খানম (৭) পুলিশ ও সাংবাদিকদের জানিয়েছে, রবিবার গভীর রাতে তার খালু রুবেল সিকদার (৩৫) খালার সঙ্গে ঝগড়া করে। পরে গলায় মাফলার পেচিয়ে চেপে ধরে। এরপর আর খালা কথা বলেনি।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল পাল জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।