- আজ বুধবার
- ১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২রা সফর ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩০ এপ্রিল ২০২২ | ৪:১৫ অপরাহ্ণ
চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাহাজারী উপজেলায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আজ শনিবার (৩০) এপ্রিল সকাল ৭টায় উপজেলার ধলই ইউনিয়নের মনিয়াপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের বালুখালী গ্রামের মৃত হিমাংশু বড়ুয়ার ছেলে নিকাশ বড়ুয়া (৪৫) ও অটোরিকশাচালক দিলদার (৫০)।
নাজিরহাট হাইওয়ে ওসি ওমর ফারুক বলেন, নাজিরহাট থেকে অটোরিকশায় মাছ নিয়ে সরকারহাটের দিকে যাচ্ছিলেন তারা। রিকশাটি ধলই ইউনিয়নের মনিয়াপুকুর পাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।