- আজ সোমবার
- ৯ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৪শে জিলহজ ১৪৪৬ হিজরি
| ০৭ জুলাই ২০২১ | ৩:৪৮ অপরাহ্ণ
ময়মনসিংহের মুক্তাগাছায় চিকিৎসককে মারধরের ঘটনায় উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব আলম মনিরকে আজ বুধবার সকালে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জুলাই) মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সিতে কর্মরত ছিলেন মারধরের শিকার ডা. এ এইচ এম সালেকিন মামুন। এমন সময় দুপুর পৌনে ১টার দিকে হাসপাতালের হটলাইনে ফোন দিয়ে মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল হক মনি পরিচয় দিয়ে এক ব্যক্তি তার বৃদ্ধ মায়ের করোনা পরীক্ষার জন্য বাসায় গিয়ে নমুনা নেয়ার ব্যাপারে জানতে চান। তখন ডা. সালেকিন জানান, যে বাসায় গিয়ে নমুনা নেয়া আপাতত বন্ধ ও তাকে তার মাকে হাসপাতালে নিয়ে এসে নমুনা দেয়ার পরামর্শ দেন।
এর কিছুক্ষণ পর দুপুর ২টার দিকে মাহবুবুল হক মনি ও ৮-১০ জন মিলে হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসারের রুমে ঢুকে তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন ও বিভিন্ন হুমকি দেন। এরপর সবাই মিলে চিকিৎসককে মারধর করেন।
পরে এ ঘটনায় মামলা করা হয়। এদিকে এ ঘটনায় বুধবার (৭ জুলাই) সকাল থেকে চিকিৎসকরা বিচারের দাবিতে কর্মবিরতিতে গেছেন বলে জানা যায়।