• আজ মঙ্গলবার
    • ১০ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৪শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৫শে জিলহজ ১৪৪৬ হিজরি

    চেনা রূপে ফিরেছে রাজধানী ঢাকা

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ নভেম্বর ২০২১ | ১২:৫৭ অপরাহ্ণ

    জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ডাকা ধর্মঘটে গত শুক্রবার থেকে বন্ধ ছিল বাস চলাচল। এতে করে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। তবে ভাড়া বাড়ানোর ঘোষণার পর রবিবার সন্ধ্যা থেকেই আবার শুরু হয়েছে বাস চলাচল। এতে করে আজ সোমবার সকালে অফিসগামী-শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়নি। সব ধরনের পরিবহন চলাচল করায় রাজধানীর বিভিন্ন এলাকায় কিছুটা যানজটের সৃষ্টি হয়। আবার বাসের ভাড়া নিয়ে চালক-সহকারীর সঙ্গে যাত্রীদের বাগবিতণ্ডাও লক্ষ করা গেছে।

    আজ সোমবার (৮ নভেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

    ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর পর বাসভাড়া বাড়ানোর দাবিতে গত শুক্রবার থেকে রাজধানীসহ সারাদেশে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। গত চার দিনের অঘোষিত এই পরিবহন ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়ে দেশ। এতে ভোগন্তিতে পড়েন দেশের মানুষ। পথে পথে ছিল দুর্ভোগ। শিশু ও বয়স্কদের পড়তে হয় সবচেয়ে খারাপ অবস্থায়।

    বিশেষ করে ছুটির দিনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও চাকরির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীরা পড়েন আরও বিপাকে। আবার রবিবার থেকে শুরু হওয়া অফিসগামী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয় অনেক।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০