• আজ মঙ্গলবার
    • ১৭ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১লা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা মহর্‌রম ১৪৪৭ হিজরি

    জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে, অনিশ্চিত মুস্তাফিজ

    | ১৬ জুলাই ২০২১ | ৮:৩২ পূর্বাহ্ণ

    জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের প্রথম ওয়ানডে মাঠে নামছে বাংলাদেশ। পারিবারিক কারণে মুশফিক দেশে চলে আসায় সিরিজের পরবর্তিতে ম্যাচগুলে মিস করবেন। অপরদিকে প্রস্তুতি ম্যাচে গোড়ালির ইনজুরিতে পড়ায় প্রথম ম্যাচে অনিশ্চিত মুস্তাফিজুর রহমান।

    স্বাগতিকদের বিপক্ষে পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই টাইগারদের। ওয়ানডে অধিনায়ক বলছেন গড়তে হবে সেরা একাদশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠ ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

    তবে হারারে স্পোর্টস ক্লাবের শেষ অনুশীলনে ছিলো না স্বস্তি। সঙ্গে একাদশ গড়া নিয়েও আছে দুশ্চিন্তা।

    এর কারণ মুশফিকের শূন্যতা। মা-বাবার অসুস্থতায় জিম্বাবুয়ে ছাড়েন মিস্টার ডিপেন্ডেবল। তার ব্যাটে এখন পর্যন্ত ওয়ানডে সুপার লিগের সর্বোচ্চ রান। ইনজুরিতে মুস্তাফিজও। অনিশ্চয়তা সুপার লিগে ১৫ উইকেট নিয়ে সবাইকে ছাড়িয়ে যাওয়া কাটার মাস্টার। সেরা একাদশ গড়ার সন্ধানে পরীক্ষা নিরীক্ষার সুযোগ দেখছেন না তামিম ইকবাল।

    তামিম নিজে অবশ্য লড়ছেন ইনজুরির সঙ্গে। কিন্তু শঙ্কা নেই অধিনায়কের মাঠে নামা নিয়ে।

    জিম্বাবুয়ের বিপক্ষে ৭৫ ম্যাচে ৪৭ জয়ে অনেক এগিয়ে বাংলাদেশ। হার ২৮টিতে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১