• আজ বৃহস্পতিবার
    • ২রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    জুন থেকে আগস্টের মধ্যে শেষ করা হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ ফেব্রুয়ারি ২০২২ | ৩:২৯ অপরাহ্ণ

    শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, ‘চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা জুন থেকে আগস্টের মধ্যে শেষ করা হবে। তাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। তবে পরীক্ষায় কোনো বিষয় বাদ দেওয়া হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। পরীক্ষার আগে সেটি জানিয়ে দেওয়া হবে।’

    আজ বৃহস্পতিবার সকালে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে ব্রিফিং করতে গিয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। ব্রিফিংয়ে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু করা যেতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, ‘যাদের দ্বিতীয় ডোজ টিকা নেয়া সম্ভব হয়েছে তারাই শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে পাঠদান কার্যক্রমে অংশ নেবে। অনেক শিক্ষার্থীর দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়ে গেছে। আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর দ্বিতীয় ডোজ টিকা দেয়া সম্ভব হবে।’

    শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘প্রাথমিকে ২২ ফেব্রুয়ারি থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে না। এ বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে। দুই সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১