- আজ বুধবার
- ১৮ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ৬:২৩ অপরাহ্ণ
বইপাঠ মানুষকে সুখ ও সমৃদ্ধির পথে এগিয়ে নেয় মন্তব্য করে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, অতীতে দেশ দখল করে সম্পদ অর্জন করা হতো। বর্তমানে আর তা দরকার হয় না, এখন জ্ঞান অর্জনের মাধ্যমে সম্পদশালী হওয়া সম্ভব। জ্ঞানই আলো ও সমৃদ্ধির উৎস। আর জ্ঞান ভাণ্ডারের চাবি হচ্ছে বই ও লাইব্রেরি।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মন্ত্রী।জাতীয় গ্রন্থাগার ও সাহিত্য সম্মেলন- ২০২৩ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
বই মানুষের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, বইপাঠের মাধ্যমে মানুষ স্বপ্ন দেখে। বইপাঠ মানুষকে অনন্ত সুখ ও সমৃদ্ধির পথে এগিয়ে নেয়। এছাড়া বই লেখকের জ্ঞান, অভিজ্ঞতা ও স্বপ্ন প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত করে।
প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত আলোকিত প্রজন্ম গড়ে তুলতে চাই। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা বর্তমানে জাতীয় গ্রন্থকেন্দ্রের মাধ্যমে ৮৭২টি পাঠাগারকে অনুদান দিচ্ছি এবং খুব দ্রুত এর পরিধি বাড়াতে চাই।
তিনি বলেন, আমরা পরীক্ষামূলকভাবে ১০০টি সেলুন লাইব্রেরি চালু করেছি, যা পুরোপুরি সফল হয়েছে। আমরা গণগ্রন্থাগার অধিদপ্তরের ডিজিটালাইজেশন প্রকল্প হাতে নিয়েছি যেখানে সরকারি পাঠাগারের পাশাপাশি বেসরকারি গ্রন্থাগারগুলো সংযুক্ত থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ ও ট্রাস্টির সভাপতি মালিক খসরু।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |