- আজ মঙ্গলবার
- ১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১লা সফর ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০২ এপ্রিল ২০২২ | ৫:১২ অপরাহ্ণ
ডারবানে গতকাল শেষ ভাগে ব্যাটিং বিপর্যয়ের পর নাইটওয়াচম্যান হিসেবে তাসকিন আহমেদকে নামানো হয়েছিল। আজ অবশ্য শুরুর দিকেই বিদায় নিয়েছেন তিনি। করেন ১০ রান। দলীয় ১০১ রানে পাঁচ উইকেট হারানোর পর থেকে লিটন দাসকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন মাহমুদুল হাসান জয়।
দক্ষিণ আফ্রিকার বোলারদের দেখেশুনে খেলে ১৭০ বল মোকাবিলা করে হাফসেঞ্চুরি তুলে নেন এ ডানহাতি ওপেনার। বিকাল সাড়ে ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জয়ের রাত ৬৯। আর ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহ ১৬৫ রান।
এর আগে চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে ২২৮ বলে ৭৮ রানের এক ইনিংস খেলেছিলেন জয়। সেদিন তিনি পঞ্চাশ পেরিয়েছিলেন ১৬৫ বল খেলে। আজ আরও পাঁচ বল বেশি খেলে ফিফটি করে সেটিকেও ছাড়িয়ে গেলেন জয়।
এর আগে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ৩৬৭ রান। গতকাল ৪ উইকেট হারিয়ে ৯৮ রান তুলে দিন শেষ করেছিল বাংলাদেশ। ৪টি উইকেটই গিয়েছিল সাইমন হারমারের ঝুলিতে। গতকাল ৪৪ রানে জয় ও নাইটওয়াচম্যান তাসকিন শূন্য রানে অপরাজিত ছিলেন।
আজ দিনের শুরুতেই সাজঘরের পথ ধরেন নাইটওয়াচম্যান হিসেবে নামা তাসকিন আহমেদ। অভিষিক্ত লিজাড উইলিয়ামসের বলে গালিতে দাঁড়িয়ে দারুণ এক ক্যাচ ধরেন উইয়ান মাল্ডার।
এরপর ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই পাল্টা আক্রমণ করতে থাকেন লিটন দাস। অপর প্রান্তে বরাবরের মতোই আস্থাশীল ব্যাটিং করেন মাহমুদুল জয়। প্রোটিয়া পেসারদের বাউন্সারে পুল-হুক করতে দুইবার ভাবেননি লিটন আর স্পিনার আসতেই খোলস ছেড়ে বের হন জয়।