- আজ রবিবার
- ৮ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৪শে জিলহজ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৪ আগস্ট ২০২১ | ৭:৪৩ অপরাহ্ণ
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু কিংবা ডেঙ্গু সন্দেহে যেসব রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের বেশিরভাগই ঢাকার। এর মধ্যে রাজধানীতে ২১২ জন এবং ঢাকার বাইরে ৪৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৮ জন।
মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (১৭ আগস্ট) ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৩২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।
এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৭৭ জনে।