• আজ বুধবার
    • ১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৩রা সফর ১৪৪৭ হিজরি

    ঢাকা-হায়দরাবাদ রুটে সরাসরি ফ্লাইট চালু

    ঢাকা-হায়দরাবাদ রুটে সরাসরি ফ্লাইট চালু

    গাজীপুর টিভি ডেস্ক | ১৯ এপ্রিল ২০২২ | ২:১৭ অপরাহ্ণ

    ঢাকা থেকে ভারতের হায়দ্রাবাদে প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট চালু করেছে ভারতের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো। সপ্তাহে দুই দিন এই রুটে ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। সোমবার বিকেল পৌনে ৫টায় এই রুটের উদ্বোধনী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

    উদ্বোধনী ফ্লাইটে ১৪২ জন যাত্রী হায়দরাবাদে গেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রাথমিকভাবে ইন্ডিগো এই রুটে সোম ও শনিবার সাপ্তাহিক দু’টি করে ফ্লাইট পরিচালনা করবে। এ রুটে রাউন্ড ট্রিপের ভাড়া পড়বে ২৬ হাজার থেকে ৩০ হাজার টাকার মধ্যে। ইন্ডিগো ঢাকা-চেন্নাই রুটে সপ্তাহে দু’টি, ঢাকা-দিল্লী রুটে সপ্তাহে তিনটি এবং ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১