- আজ বৃহস্পতিবার
- ২৬শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১০ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১২ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৭ মার্চ ২০২২ | ১২:৩৬ অপরাহ্ণ
এবার দক্ষিণের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। তেলেগু সুপারস্টার চিরঞ্জীবীর নতুন সিনেমা ‘গডফাদার’র মাধ্যমে দক্ষিণী ছবিতে অভিষেক হতে যাচ্ছে বলিউডের ভাইজান খ্যাত এই অভিনেতার।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সালমানকে চিরঞ্জীবীর পরবর্তী ‘গডফাদার’ ছবিতে।। ‘গডফাদার’ চিরঞ্জীবীর ক্যারিয়ারের ১৫৩-তম ছবি হতে চলেছে। বুধবার এক টুইটারে সালমান খানের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘তোমাকে ওয়েলকাম গডফাদার, তোমার উপস্থিতি টিমের প্রত্যেকের উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছে। এই ছবিতে তোমার উপস্থিতি দর্শকদের জন্য বাড়তি ‘কিক’ দেবে।’
এর আগে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘টাইগার থ্রি’ ছবির টিজার শেয়ার করেছেন সালমান খান। একই সঙ্গে ছবির মুক্তির সম্ভাব্য তারিখ ঘোষণা করেন সালমান। ২০২৩ সালের ঈদে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘টাইগার থ্রি’। সালমানের বিপরীতে এ ছবিতে ক্যাটরিনা কাইফ রয়েছেন।