• আজ বৃহস্পতিবার
    • ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১২ই জুন ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৩ই জিলহজ ১৪৪৬ হিজরি

    দলীয় অনুশীলনে ফিরেছেন সাকিব আল হাসান

    গাজীপুর টিভি ডেস্ক | ০২ ডিসেম্বর ২০২১ | ৩:৫৬ অপরাহ্ণ

    করোনাভাইরাস পরীক্ষার নমুনা দিয়েছিলেন। কিন্তু ফল হাতে পাওয়া হয়নি। তাই ঢাকা টেস্টের স্কোয়াডে থাকলেও দলীয় অনুশীলনে থাকার অনমুতি মেলেনি সাকিব আল হাসান। যে কারণে আজ (বৃহস্পতিবার) শুরুতে একক অনুশীলন সারতে হয়েছে তাকে। যদিও বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি, ‘নেগেটিভ’ ফল মিলে যাওয়ায় দুপুরেই দলের সঙ্গে যোগ দিতে পেরেছেন বাঁহাতি অলরাউন্ডার।

    আজই শুরু হয়েছে বাংলাদেশ দলের ঢাকা টেস্টের প্রস্তুতি। মুমিনুল হকরা দুপুর থেকে অনুশীলনে নামলেও সাকিব শুরু করেছিলেন সকাল থেকে। চোট কাটিয়ে ঢাকা টেস্টের স্কোয়াডে থাকার পরও সাকিব কেন একা অনুশীলন করছেন, তার কারণ জানিয়েছিলেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী এই বলে, ‘যেহেতু সাকিবের করোনা পরীক্ষার ফলাফল এখনও আসেনি, এই কারণে তিনি দলের সঙ্গে যোগ দেননি। যেহেতু তিনি ঢাকা টেস্টের দলে আছেন, তাকে তো অনুশীলন করতেই হবে। বিকালের মধ্যে আমরা করোনার ফল পেয়ে যাবো।’

    তবে বিকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়নি, দুপুরেই মিলে গেছে নেগেটিভ ফল। তাই পুরোদমে প্রস্তুতি নিতে আর কোনও বাধা নেই। মিরপুরের ইনডোরে আবার মিলিত হতে পেরেছেন টেস্ট দলের সতীর্থদের সঙ্গে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোটে পান সাকিব। টুর্নামেন্টও শেষ হয়ে যায় তার। এরপর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিসের পর খেলতে পারেননি চট্টগ্রাম টেস্টও। অতঃপর ফিটনেস পরীক্ষায় উতরে গিয়ে ফিরেছেন ঢাকা টেস্টের দলে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০