- আজ রবিবার
- ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৫ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২০ মার্চ ২০২২ | ৩:০৫ অপরাহ্ণ
দিনাজপুর সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা দুর্ঘটনাকবলিত ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় শ্যালক-দুলাভাই নিহত হয়েছেন। উপজেলার কাউগাঁ রাজাপুকুর এলাকায় দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুজন হলেন শহরের বড়বন্দর এলাকার আনোয়ারুল ইসলাম (২৩) ও তাঁর শ্যালক নজরুল ইসলাম (২২)।
পুলিশ জানিয়েছে, আনোয়ারুল ও তাঁর শ্যালক নজরুল আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলে করে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার কাউগাঁ রাজাপুকুর এলাকায় একটি ট্রাককে পাশ দিতে গিয়ে মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা দুর্ঘটনাকবলিত অপর একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে দুজনই নিহত হন। পরে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ।