- আজ বৃহস্পতিবার
- ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ১২ই জুন ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৩ই জিলহজ ১৪৪৬ হিজরি
| ০৮ জুলাই ২০২১ | ৮:৫২ পূর্বাহ্ণ
সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২৯৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এরআগে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
হারারে’তে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। জিম্বাবুয়ে বোলারদের তোপের মুখে পড়ে টাইগাররা। মুজারাবানি ঝড়ে কোনো রান না করেই বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন সাইফ হাসান।
এ ধাক্কা সামলে উঠতে না উঠতেই দলীয় ৮ রানে মুজারাবানির জোড়া শিকারে পরিণত হন নাজমুল হোসেন শান্ত। শুরুতেই দুই ব্যাটসম্যানকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। দলকে টেনে তুলতে হাল ধরেন অধিনায়ক মুমিনুল।
তামিম ইকবালের ইনজুরির সুবাদে সুযোগ পাওয়া সাদমান ইসলাম সঙ্গী হন তার। দু’জন মিলে তৃতীয় উইকেটে গড়েন ৬০ রানের জুটি। ব্যক্তিগত ২৩ রানে রিচার্ড এনগ্রাভার ফাঁদে ধরা দিয়ে সাদমান আউট হলে ভাঙে এই জুটি।
মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে অভিজ্ঞ মুশফিকের পর, মাত্র ৩ রানে আউট হন সাকিব। এ দু‘জনের বিদায়ের পর ক্যারিয়ারের ১৪তম ফিফটি তুলে নিয়ে ৭০ রানে অধিনায়ক মুমিনুলও আউট হলে ভয়াবহ বিপদে পড়ে বাংলাদেশ।