- আজ মঙ্গলবার
- ১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১লা সফর ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০২ জুলাই ২০২২ | ৪:১৪ অপরাহ্ণ
দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি কি সড়ক দুর্ঘটনার শিকার? নাকি নিজের বাড়িতেই আহত হয়েছেন? সে বিষয়ে এখনো জানা যায়নি।
খবরে বলা হয়েছে, শ্রীলেখা মৃদু স্বরে কোনোরকমে জানিয়েছেন, আকস্মিক দুর্ঘটনায় আহত তিনি। তার অস্ত্রোপচার হবে। এজন্য তাকে অস্ত্রোপচার টেবিলে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে, আপাতত তিনি কথা বলতে পারছেন না। এত কিছুর মধ্যেও চিকিৎসকদের ‘ডক্টরস ডে’র শুভেচ্ছা জানাতে ভোলেননি অভিনেত্রী।
তিনি অনুরাগীদের জানিয়েছেন, ছোট্ট দুর্ঘটনা ঘটে গেছে। তাই ছোট্ট অস্ত্রোপচারের প্রয়োজন। চিকিৎসকেরা যত্ন নিয়ে দেখভাল করছেন। আশা, দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
ইন্ডিয়ান এক্সেপ্রেসের খবরে বলা হয়েছে, বড় কোনো দুর্ঘটনা নয়। তাই সেরকম কোনো ক্ষতিও হয়নি। তবে কপালের কাছে কেটে গেছে। ব্যান্ডেজ বাঁধা অবস্থায় নিজের ছবি শেয়ার করলেন অভিনেত্রী। তবে আঘাত লাগলেও মুখে বিন্দুমাত্র কষ্টের ছিটেফোঁটা নেই। বরং হাসিমুখে হাসপাতালের কর্মীদের সঙ্গে সেলফি তুলে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। আরেকটি ছবিতে দেখা গেছে, অভিনেত্রীর হাতে স্যালাইন।