- আজ মঙ্গলবার
- ১০ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ২৪শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৫শে জিলহজ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৩ সেপ্টেম্বর ২০২১ | ১০:০৪ পূর্বাহ্ণ
দেশে এই পর্যন্ত করোনার তিন কোটি ৯০ লাখ ৩১ হাজার ৮৯৬ ডোজ টিকা প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন দুই কোটি ৩৫ লাখ ১৩ হাজার ৩৬২ জন আর দ্বিতীয় ডোজ নিয়েছেন এক কোটি ৫৫ লাখ ১৮ হাজার ৫৩৪ জন।
প্রথম ডোজ টিকা নেওয়াদের মধ্যে পুরুষ এক কোটি ৩২ লাখ ২০ হাজার ১১৪ জন আর নারী এক কোটি দুই লাখ ৯৩ হাজার ২৪৮ জন।
দ্বিতীয় ডোজ টিকা নেওয়াদের মধ্যে পুরুষ ৮৯ লাখ ৪৬ হাজার ৫৭০ জন আর নারী ৬৫ লাখ ৭১ হাজার ৯৬৪ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (২২ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চার কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৪৫০ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৪ কোটি ২৮ লাখ ৪৬ হাজার ৭৫৯ জন এবং পাসপোর্ট নম্বর দিয়ে নিবন্ধন করেছেন ৫ লাখ ৯৮ হাজার ৬৯১ জন।